
প্রকাশক : জামাল হোসেন
সম্পাদক: তানজিলা / নিবার্হী সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু / আইন উপদেষ্টা: গোলাম মাওলা শান্ত
নলছিটি প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলায় আজ বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এ সভায় রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় নির্বাচন কমিশন প্রণীত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর বিস্তারিত বিধানসমূহ তুলে ধরা হয়। বিধিমালায় প্রচারণায় পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার, পোস্টার প্রদর্শনের নিষেধাজ্ঞা, ব্যক্তিগত আক্রমণ এড়ানো এবং নির্বাচনী ব্যয়ের সীমা মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও শাস্তির বিধান সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা, অর্থের অপব্যবহার বা প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় থেকে বিধি প্রতিপালন নিশ্চিত করবেন।
এ ধরনের অবহিতকরণ সভা দেশের বিভিন্ন উপজেলায় চলমান রয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও নিয়মানুবর্তী থাকে। নলছিটির এ সভা স্থানীয়ভাবে নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন