
প্রকাশক : জামাল হোসেন
সম্পাদক: তানজিলা / নিবার্হী সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু / আইন উপদেষ্টা: গোলাম মাওলা শান্ত
নলছিটি প্রতিবেদক : চলমান শৈত্যপ্রবাহের মধ্যে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নলছিটি উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে আজ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের সদস্যরা শীতবস্ত্র পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এইচএম সিজার, বঙ্গবিডি নিউজ-এর বার্তা সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম, বঙ্গবিডি নিউজের ষ্টাফ রিপোর্টার মোঃ আমিন হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান মল্লিকসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতকালে দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সাংবাদিক সমাজেরও দায়বদ্ধতা রয়েছে। উপজেলা প্রেসক্লাব সবসময় সামাজিক দায়িত্ব পালনে সচেষ্ট। এই শীতবস্ত্র বিতরণ তারই একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রাপ্ত শীতবস্ত্রগুলো অত্যন্ত দ্রুততার সাথে সুবিধাবঞ্চিত মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। উপস্থিত সকলে এ উদ্যোগের প্রশংসা করেন এবং উপজেলা প্রেসক্লাবের এমন মানবিক কাজকে স্বাগত জানান।
উপজেলা প্রেসক্লাবের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন