দৈনিক দখিনের কণ্ঠ প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
মাদারীপুর

ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম এর ( প্রত্যাশা ২) প্রকল্পের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

[sharethis-inline-buttons]

সুইটি আক্তার, মাদারীপুর

‘নারী বিদেশ-ফেরতদের প্রতি সমাজ ইতিবাচক ও দায়িত্বশীল আচরণ করলে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে’

 

‘অভিবাসী ও বিদেশ-ফেরত নারীদের জন্যে সুরক্ষা, সম্মান ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজন নিয়োগ সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।’-এমন মন্তব্য করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

 

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) মাদারীপুর লিগ্যাল এইড,অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সম্মেলন কক্ষে,ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত দক্ষতা উন্নয়ন কর্মশালায়, প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদেশ-ফেরত নারী ও শিশু অভিবাসীদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট অংশীজনদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অভিবাসনপ্রবণ জেলা মাদারীপুরের জেলা প্রশাসক আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের আইনি সেবা দিতে আমরা বদ্ধপরিকর।’ পাশপাশি তিনি আরও বলেন যে, ‘নারী বিদেশ-ফেরত অভিবাসীদের প্রতি সমাজের মানুষের প্রতি ইতিবাচক ধারণা ও দায়িত্বশীল আচরণ করলে তারা নিজেরা ঘুরে দাঁড়াতে পারবে, দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে তা শিশু পাচার রোধেও বড় ভূমিকা রাখবে।’

 

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। নিজ বক্তব্যে তিনি বলেন, ‘লোভের বশবর্তী হয়ে বা দালালের মিষ্টি কথায় প্রলুব্ধ না হয়ে নিয়ম মেনে এবং দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে। বিদেশ যাওয়ার সময় যত রকমের আর্থিক লেনদেন হয়েছে তার প্রমাণ রাখতে হবে। কারণ মানব পাচার ও প্রতারণার ঘটনায় শুধু মামলা করলেই চলবে না, উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে প্রতারকরা যেন পার না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।’

 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের নারী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক শারমিন শাহিন, উপ-পরিচালক (অঃ দাঃ) যুব উন্নয়ন অধিদপ্তর উম্মে হাবিবা, সমাজসেবা অফিসার মো: জাবেদ হোসেন, টিটিসির অধ্যক্ষ মো: সানজিদ শাহরিয়ার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো: শরীফুল হক, মাদারীপুর জজ র্কোটের অ্যাডভোকেট এম ডি এনামুল হক। এছাড়াও জর্ডান-ফেরত অভিবাসী অদম্য নারী পুরস্কার জয়ী রোজিনা বেগম ও শিল্পী আক্তার পরবাসে নিজেদের প্রতারিত হয়ে ফেরত আসার পর কীভাবে প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় মনোসামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন তা উপস্থিত আলোচকদের জানান।

 

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটি পরিচালনা করেন মাদারীপুরের সাইকোসোশ্যাল কাউন্সেলর শাহিনা আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার তানজিনা সুলতানা সেজুঁতি। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সৌর্হাদ্য নারী কল্যাণ ফাউন্ডেশন, মাদারীপুর মহিলা উন্নয়ন সংস্থা, বুরো বাংলাদেশ, শাহামাদার নারী উন্নয়ন সংস্থা, নারী উন্নয়ক প্রচেষ্টা, মাদারীপুর নারী উন্নয়ন সংস্থা, নতুন জীবন নারী উন্নয়ন সংস্থা, গোলাপ নারী ও শিশু উন্নয়ন ফাউন্ডেশন, রাইটস যশোর, ঢাকা আহসানিয়া মিশনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

1

নলছিটি / উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

2

গলাচিপায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান

3

মাদারীপুর / ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম এর ( প্রত্যাশা ২) প্রকল্পের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

4

বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব ও স্কুল ড্রেস বিতরণ

5

পটুয়াখালী-৩ আসনের নির্বাচন ও দলীয় নির্দেশনা নিয়ে আলোচনা

6

নলছিটিতে অবৈধ ৫ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, ১১ লাখ টাকা জরিমানা

7

সংবাদ সম্মেলনে ডিবি / ঢাকায় নকল আইফোন তৈরির কারখানা গড়ে তুলেছিলেন তিন চীনা নাগরিক

8

বরিশাল / অবৈধভাবে মেইন লাইনের তার কেটে সংযোগ দিলো ওজোপাডিকো

9

রাজাপুরে যুবদল নেতার ৩১ জন পরিক্ষার্থীর ফরম ফিলাপের অর্থ প্রদান

10

থানার মধ্যে সাংবাদিকে হুমকী / চোরাই স্বর্ণঅলংকার, নগদ টাকাসহ গ্রেফতার ৬

11

এলাকায় চরম আতঙ্ক / দশমিনায় গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

12

দপদপিয়া / সরকারি জমির মাটি কেটে নিচ্ছে ইট ভাটায়, এক লাখ টাকা জরিমানা

13

নলছিটি / আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শহীদ ওসমান হাদী লঞ্চঘাট

14

গলাচিপা / নদীতে নাব্যতা সংকট, নৌ চলাচল ব্যাহত

15

বরিশাল / গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় জামিনে মুক্ত মাদক ব্যবসায়ী সোহাগী! 

16

পটুয়াখালী / কালিকাপুর ইউনিয়নে দুর্বীত্তদের হাতে কৃষকের ছাগল জবাই

17

নুরুল হক নুরের মোট সম্পদ ৯০ লাখ টাকা, বার্ষিক আয় ২০ লাখের বেশি

18

নলছিটি / আওয়ামী লীগ নেতা গ্রেফতার

19

ঝালকাঠি / দপদপিয়ায় ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা

20
X