দৈনিক দখিনের কণ্ঠ প্রতিবেদক
প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
আপডেট : ৮ জানুয়ারি ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
বরিশাল

অবৈধভাবে মেইন লাইনের তার কেটে সংযোগ দিলো ওজোপাডিকো

[sharethis-inline-buttons]
অবৈধভাবে মেইন লাইনের তার কেটে সংযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ওজোপাডিকো’র বিরুদ্ধে অবৈধভাবে মেইন লাইনের তার কেটে সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (বিক্রয় ও বিতরণ) বিভাগ-২ এর একজন ইলেকট্রিশিয়ানের সহযোগিতায় মোটা অংকের অর্থের বিনিময়ে দুই পুলের মাঝ থেকে মূল তার কেটে সংযোগ দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবী দুটি বৈদ্যুতিক খুটি গেড়ে কে বা কারা অবৈধভাবে এই চোরা সংযোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরীর শফির গ্যারেজ সংলগ্ন এলাকায় শিক্ষক মনিরুল ইসলাম হাওলাদারের দ্বিতল ভবনে অবৈধ সংযোগের উদ্দেশ্যে পরপর দুটি বিদ্যুৎ খুঁটি বসানো হয়েছে। পরে বিদ্যুতের মূল লাইনের কাভার (প্লাস্টিক) তার কেটে সেই ভবনে সংযোগ নেওয়া হয়। শিক্ষক মনিরুল ইসলাম বলেন আমি আবেদন করে বৈদ্যুতিক সংযোগটি এনেছি। অনিয়ম দুর্নীতি করলে হয়তো তারা করেছে।

গত সোমবার (৬ অক্টোবর) ইলেকট্রিশিয়ান মো. রেজাউল করিম ওই সংযোগ দেন। পরে নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম সেটি বিচ্ছিন্ন করলেও কোনো আইনি ব্যবস্থা নেননি।

অভিযোগ রয়েছে, উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত মালাকারের মাধ্যমে পরবর্তীতে রেজাউল করিম সংযোগটি পুনরায় চালু করেন। জানা যায়, শিক্ষক মনিরুল ইসলামের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

অনুসন্ধানে বেরিয়ে আসে রেজাউল করিমের নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তিনি অফিসে নিয়মিত উপস্থিত না থেকেও বিদ্যুৎ সংযোগ, মিটার রিডিং ও মেইনটেন্যান্সসহ নানা কাজে জড়িত। হাজিরা খাতায় স্বাক্ষরও দিচ্ছেন না ঠিকমতো। বরং নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে মক্কেল সংগ্রহ করে নিয়মবহির্ভূতভাবে সংযোগ দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

৫ আগস্টের পর তাকে বদলি করা হলেও তদবিরের মাধ্যমে তিনি পুনরায় বিক্রয় ও বিতরণ কেন্দ্র–২ এ যোগ দেন। তারা এই অনিয়মে সহযোগী হিসেবে কাজ করেছেন শ্যালক অন্তর। শ্যালকের নিয়োগের বৈধতা নেই ঐ দপ্তরে। এরপরও দ্বাপিয়ে বেড়াচ্ছে পুরো নগরী।

ইলেকট্রিশিয়ান রেজাউল করিম ও উপ-বিভাগীয় প্রকৌশলী মালাকার অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তাদের কিছু জানা নেই। তারা এ ঘটনার সাথে জড়িত নন।

ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ কেন্দ্র–২ এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, “রেজাউল করিম লাইনের কাজ করেন। তার নিয়মিত হাজিরা আছে কি না সেটা নিয়ে আপনার (সাংবাদিক) মাথা ব্যথা কেন? জনবল সংকট থাকায় তাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। দুই পুলের মাঝ দিয়ে অবৈধ সংযোগ স্থাপনের বিষয়ে আমি কিছুই জানি না। এটি চোরা লাইন। যারা এটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “সুব্রত মালাকার ও রেজাউল করিম এই ঘটনায় জড়িত নয়। তবে যদি তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান বলেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী মিলে অবৈধ সংযোগ দিয়ে আসছেন। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, আর ভোক্তারা ঝুঁকিপূর্ণ সংযোগের কারণে দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

1

নলছিটি / উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

2

গলাচিপায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান

3

মাদারীপুর / ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম এর ( প্রত্যাশা ২) প্রকল্পের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

4

বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব ও স্কুল ড্রেস বিতরণ

5

পটুয়াখালী-৩ আসনের নির্বাচন ও দলীয় নির্দেশনা নিয়ে আলোচনা

6

নলছিটিতে অবৈধ ৫ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, ১১ লাখ টাকা জরিমানা

7

সংবাদ সম্মেলনে ডিবি / ঢাকায় নকল আইফোন তৈরির কারখানা গড়ে তুলেছিলেন তিন চীনা নাগরিক

8

বরিশাল / অবৈধভাবে মেইন লাইনের তার কেটে সংযোগ দিলো ওজোপাডিকো

9

রাজাপুরে যুবদল নেতার ৩১ জন পরিক্ষার্থীর ফরম ফিলাপের অর্থ প্রদান

10

থানার মধ্যে সাংবাদিকে হুমকী / চোরাই স্বর্ণঅলংকার, নগদ টাকাসহ গ্রেফতার ৬

11

এলাকায় চরম আতঙ্ক / দশমিনায় গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

12

দপদপিয়া / সরকারি জমির মাটি কেটে নিচ্ছে ইট ভাটায়, এক লাখ টাকা জরিমানা

13

নলছিটি / আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শহীদ ওসমান হাদী লঞ্চঘাট

14

গলাচিপা / নদীতে নাব্যতা সংকট, নৌ চলাচল ব্যাহত

15

বরিশাল / গ্রেপ্তারের ২৪ ঘণ্টায় জামিনে মুক্ত মাদক ব্যবসায়ী সোহাগী! 

16

পটুয়াখালী / কালিকাপুর ইউনিয়নে দুর্বীত্তদের হাতে কৃষকের ছাগল জবাই

17

নুরুল হক নুরের মোট সম্পদ ৯০ লাখ টাকা, বার্ষিক আয় ২০ লাখের বেশি

18

নলছিটি / আওয়ামী লীগ নেতা গ্রেফতার

19

ঝালকাঠি / দপদপিয়ায় ১২৩ কোটি টাকার সেতু নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা

20
X