
প্রকাশক : জামাল হোসেন
সম্পাদক: তানজিলা / নিবার্হী সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু / আইন উপদেষ্টা: গোলাম মাওলা শান্ত
সঞ্জিব দাস, গলাচিপা
পটুয়াখালীর গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র সেবিকারা ও জুনিয়র সেবিকাদের নিয়ে বসলেন বিভাগীয় নার্সিং সুপারভাইজার। এবিষয়ে একাধিক সূত্র জানান, জুনিয়র সেবিকা ও সিনিয়র সেবিকারা একই সাথে ডিউটি করবেন। কিš‘ রাতে ডিউটি করবেন জুনিয়ররা। এবিষয়ে নার্সিং সুপারভাইজার বলেন, সিনিয়রদের অনেক বয়স হয়েছে তাদের বয়সের চিন্তা করে জুনিয়ররা রাতে ডিউটি করবেন। এবিষয়ে একটি রেজুলেশনও হয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।
এবিষয়ে এক সিনিয়র নার্স বলেন, প্রতিদিন এক থেকে দেড়শত রোগী থাকায় হিমশিম খেতে হচ্ছে। যেহেতু ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল রোগী যদি হয় এক থেকে দেড়শত সকল রোগীদের সেবা দিতে হয়। আমাদের একথা ভেবেই সিনিয়র নার্সদের রাতের ডিউটি বাতিল করেছে বরিশাল বিভাগীয় নার্সিং সুপারভাইজার।
জুনিয়র সেবিকাদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা একসময় সকলেই একসাথে ডিউটি করেছি কিš‘ সিনিয়র নার্সিং সুপারভাইজার আমাদেরকে রাতের ডিউটি দিয়েছেন। বিষয়টি সিনিয়র ও জুনিয়র সেবিকাদের নিয়ে বসে সমাধান করেছেন।
মন্তব্য করুন