
প্রকাশক : জামাল হোসেন
সম্পাদক: তানজিলা / নিবার্হী সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু / আইন উপদেষ্টা: গোলাম মাওলা শান্ত
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ২ টি ড্রম চিমনী ও ৩ টি ১২০ ফুট উচ্চতার কিলন চিমনী এই পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে, মেসার্স তিলক ব্রিকসের ড্রাম চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়ে। এ সময় ভাটার মালিক মো. রাসেল হাওলাদারের থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মেসার্স রিয়াজ ব্রিকস-০১ এর ১২০ ফুট কিলন ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, ইটভাটায় পরিচালিত স মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিক মো: রিয়াজের থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মেসার্স এম এম আর ব্রিকস ১২০ ফুট কিলন ইট ভাটায় ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয়। ইটভাটায় পরিচালিত স মিল ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিক মো. মাহিদুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
মেসার্স এস আর বি ব্রিকসের ড্রাম চিমনী ভাটার কিলন ও চিমনী ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয় ও কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ভাটার মালিক মো. আফজাল মৃধার থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মেসার্স রিয়াজ ব্রিকস -৩ ১২০ ফুট কিলন ইট ভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস দ্বারা আগুন নিভিয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ভাটার মালিক মো. মাহিদুল ইসলাম সুমনের থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে এই পাঁচটি ইটভাটা থেকে মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
৮ জানুয়ারি (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও ঝালকাঠি জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লাভলী ইয়াসমিন এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনজুমান নেছা এর উপস্থিতিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিনুল হক। উক্ত মোবাইলকোর্টে এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ঝালকাঠি, আনসার সদস্য, ঝালকাঠি এবং ফায়ার সার্ভিস, নলছিটি সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে নিন্মোক্ত ইটভাটাসমূহের চিমনী ও কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছিল। অভিযানকালে ইটভাটার চিমনি, কিলন ও অন্যান্য অবকাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
মন্তব্য করুন