
প্রকাশক : জামাল হোসেন
সম্পাদক: তানজিলা / নিবার্হী সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু / আইন উপদেষ্টা: গোলাম মাওলা শান্ত
নিজস্ব প্রতিবেদক : স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের পৃথক ঝটিকা অভিযানে নগরী থেকে ইউনিয়ন আ’লীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৫ টা থেকে বেলা ১১টার মধ্যে বরিশাল নগরীর একাধিক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম পৃথক এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন ভোররাত সাড়ে ৫ টার সময় নগরীর ১০নং ওয়ার্ডস্থ কেডিসি নামারচর এলাকার নিজ বাসভবন থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য এনামুল হক সাগর ও সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে জজ কোর্টের সামনের সড়ক থেকে শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদকে আটক করা হয়।
স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ ইনচার্জ গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে এএসআই কাইয়ূম, এএসআই আমিনুল, এএসআই মাহবুব, এএসআই জামাল এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম পৃথক এ অভিযান পরিচালনা করে আ’লীগের এ দুই নেতাকে গ্রেফতার করতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা এলাকার রাজনৈতিক প্রভাব বিস্তার ও ক্ষমতার সুযোগ নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে তাদের সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দু’জনকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
মন্তব্য করুন